নেত্রকোনার পূর্বধলায় নিজের ভ্যানিটি ব্যাগে চিরকুট রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাহারা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন জারিয়া-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
সাহারা খাতুন উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী। সাহারা খাতুনের উম্মে হাবিবা নামের ৭ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
ভ্যানিটি ব্যাগের চিরকুটে এক পৃষ্ঠায় লেখা ছিল, ‘বাবা-মা ক্ষমা করে দিও। জানি ক্ষমার অযোগ্য। আমি কলিজার সন্তান রেখে গেলাম, লিখার মতো সময় নাই।’
অপর পৃষ্ঠায় লেখা ছিল, ‘আত্মহত্যা মহাপাপ। সন্তান রেখে আত্মহত্যা মহাপাপ। এর বাপ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শ্বশুরবাড়ির কাউকে দোষারোপ করো না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই নারী রেললাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন।
পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, দুপুর পৌনে ২টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩নং আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেলস্টেশন অতিক্রম করার পর ট্রেনের নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়।
মন্তব্য করুন