হবিগঞ্জে দ্বিতীয় ধাপে বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে।
এতে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ফিরোজ মিয়া (মোটরসাইকেল) ও আক্তারুজ্জামান (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন- মোহাম্মদ আব্দুল মালেক মাদানী (উড়োজাহাজ), মো. শামীনুর রহমান (মাইক), মো. সোহেল আহমেদ (তালা), শশান্ত রঞ্জন দাশ (টিয়া পাখি) ও সিরাজুল ইসলাম (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জামানত হারিয়েছেন ১ জন প্রার্থী। তিনি হলেন মোছা. নিছফা আক্তার (ফুটবল)।
ঘোষিত ফলাফল অনুযায়ী জানা যায়, বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৫৮ হাজার ৭৪৬। নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফেজ কামরুল ইসলাম (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. নাজমুন নাহার রীতা (কলস)।
মন্তব্য করুন