বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ তালুকদার। ছবি : সংগৃহীত
দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ তালুকদার। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে তালিকাভুক্ত কার্ডধারী জেলেদের চাল না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ২১ মে (মঙ্গলবার) তালিকাভুক্ত কার্ডধারী জেলেরা ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এরই মধ্যে বিষয়টি নিয়ে ওই ইউনিয়নের জেলেদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউনিয়নের ৭নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের কার্ডধারী জেলে গৌতম দাস ও দোলোয়ার মোল্লা অভিযোগ করে বলেন, প্রতিবার স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তারা তাদের চালের টোকেন কার্ড পেয়ে থাকেন। এই বার ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার স্থানীয় ইউপি সদস্যের কাছে সেই কার্ড দেয়নি। চেয়ারম্যান হানিফ তালুকদার তার কাছ থেকে কার্ড সংগ্রহ করতে বলেন, তার কথা অনুযায়ী আমরা চেয়ারম্যানের কাছে কার্ড চাইতে গেলে চেয়ারম্যান বলেন, তোমাদের কোনো কার্ড নেই। ইউপি চেয়ারম্যান এভাবেই অনেক জেলেদের চালের কার্ড না দিয়ে নিজেই আত্মসাৎ করেছে। তাই আমরা চালের কার্ড না পাওয়ায় ইউএনও বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।

ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে স্থানীয় জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, প্রত্যেক জেলে কার্ডের বিপরতীতে ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও যেসব জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে তা সঠিক ভাবে পরিমাপ করে চাল বিতরণ করেননি। ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের খামখেয়ালিপনায় চাল না পাওয়া কার্ডধারী জেলেরা সরকারিভাবে তাদের জন্য বরাদ্দকৃত চাল পাওয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের কাছে জানতে চেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বলেন গতকাল (২১ মে) আমি হিজলা উপজেলার নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলাম, জেলেদের চাল বিতরণে অনিয়ম করেছে চেয়ারম্যান হানিফ তালুকদার তার বিরুদ্ধে উপজেলা কার্যালয়ে, জেলেরা লিখিত অভিযোগ দিয়েছেন-এ রকম একটি লিখিত অভিযোগ দাখিলের বিষয়ে মৌখিকভাবে শুনেছি, কিন্তু লিখিত অভিযোগটি হাতে পাইনি। লিখিত অভিযোগটি হাতে পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিভাগের সচিব হলেন ফারজানা মমতাজ

রূপগঞ্জে শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সাকিবের ব্যর্থতায় হেরেছে দল

মন্তব্য পরিবেশ উপদেষ্টার / উন্নত দেশগুলো বড় বড় কথা বলে, টাকা দেয় না

বিবিসির বিশ্লেষণ / সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য

মেসির প্রসঙ্গ টেনে রোনালদোকে নির্লজ্জ বললেন ভক্তরা

শ্বশুরবাড়িতেও ঠাঁই হলো না শহীদ নূর আলমের স্ত্রী খাদিজার

স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের

ধর্ম বোন বানিয়ে তারই ছেলেকে অপহরণ

এবার কলকাতায় দেখা গেল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফকে

১০

‘ছাত্র-জনতার ওপর গুলি ব্যবহার করেনি র‍্যাব’

১১

ব্রাজিল কোচের মাথায় হাত!

১২

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় যানজটে দৈনিক নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা

১৪

যে কারণে সিনেমা হলে টিকিট বিক্রি করলেন সৃজিত-দেব 

১৫

তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

১৬

নিউজিল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবি, ৭৫ নাবিককে উদ্ধার

১৭

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

১৮

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে : কায়সার কামাল

১৯

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি

২০
X