ভোলার লালমোহন উপজেলায় মিছিলের ভিডিও করায় পুলিশ সদস্যকে বেধড়ক পেটালেন চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। বুধবার (২২ মে) রাত পৌনে ৮টার দিকে লালমোহন পৌর শহরের হাইস্কুল সুপার মার্কেটের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এমন একটি ভিডিও এসেছে সংবাদকর্মীদের কাছে।
ভিডিওতে দেখা যায়, আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পৌর শহরে মিছিল বের করে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটবের সমর্থকরা। ওই মিছিলের পেছনে মিছিল শুরু করে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কর্মী-সমর্থকরা। মিছিলের ভিডিও ধারণ করছিলেন ডিএসবির লালমোহন জোনের এসআই কেএম আব্দুল হক। এ সময় তার ওপর হামলা চালায় শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের সমর্থকরা।
এসআই কেএম আব্দুল হক জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের সমর্থকরা মিছিল থেকে হামলা চালায়।
এদিকে ডিএসবি কর্মকর্তার ওপর হামলার সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম। এ সময় ডিএসবি কর্মকর্তার ওপর হামলার ঘটনা জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ওসি।
ডিএসবি কর্মকর্তার ওপর নিজের কর্মী-সমর্থকদের হামলার বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
মন্তব্য করুন