কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু কায়েস একই উপজেলার সাতানী ইউনিয়নের কালাইরকান্দি গ্রামের সৌদি প্রবাসী কাউছার আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কলারামপুর গ্রামের জাকির হোসেনের নাতি কায়েস খেলা করছিল। সবার অজান্তে বাড়ির দক্ষিণ পাশে নির্মাণধীন সেফটিক ট্যাংকে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আল আমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশু কায়েস মারা গেছে। পরে তার পরিবারের লোকজন শিশুটি নিয়ে গেছে।
মন্তব্য করুন