রাজশাহী দুর্গাপুরের একটি ভোটকেন্দ্র দখল করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ সংঘর্ষ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালপুর গ্রামের ঘোড়া প্রতীকের আহত সমর্থক মো. আমজাদ হোসেন (৪৬) মো. আছের প্রামানিক (৪০), মো. শহিদুল ইসলাম (৩৬) ও মো. মিঠুন আলী (২৬)। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের আহত সমর্থকরা হলেন, সান্টু (২৫), নান্টু (৩৫), রাজ্জাক (৫০) ও আব্দুল হাকিম (৪৫)। আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট চলাকালে একদল লোক ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক মোবাইল ফোনে জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন