কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মহাবুবুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার মৌলভীচরের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও একই গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তফা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে মোটরসাইকেলযোগে তারা পৌর শহরে ফিরছিল। ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজন যুবক নিহত হয়। এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন