আওয়ামী লীগ সব কিছুই গোপন রাখছে। সংবিধান লঙ্ঘন করে তারা সেটা করছে। এরা বিদ্যুৎ জ্বালানিসহ সব খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (১৯ মে) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ, সে কারণে তারা কাউকে পাত্তা দেয় না, হিসেবেও রাখছে না। বিভিন্ন প্রকল্পে সংবিধান মানছে না সরকার।
জি এম কাদের আরও বলেন, আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত। এখন তারা জনগণের কাঁধে চেপে বসে গেছে। আগে তারা গাছের ছায়ার মতো ছিল- মানুষ বিশ্রাম নিত। এখন সেটা হয়ে গেছে পরগাছা।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন অনেক হাস্যকর কাজ কর্ম করছে। তাদের বাইরে দুনিয়ায় আরও লোক আছে সেটা তাদের হিসাবের মধ্যে আসছে না। তারা নিয়ম বহির্ভূতভাবে কাজ করছে। কোনো রাজনৈতিক দলের কাজ এমন হতে পারে না।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের খাতসহ ওনারা অনেক কিছুতেই লুটপাট করেছে। এগুলো প্রচুরভাবে বিদেশে টাকা পাচার হয়েছে তারা দেশের থেকে, দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আগামী দুই দিন তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমাবেশ ও নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন।
মন্তব্য করুন