তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। ছবি : কালবেলা
তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। ছবি : কালবেলা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে অস্থিরতা কেটেছে। এতে করে প্রকৃতিতে প্রাণ ফিরেছে। কমেছে উত্তপ্ত ও ভ্যাপসা গরমের মাত্রা। আবহাওয়া শীতল হয়ে উঠায় স্বস্তিতে উত্তরের জনজীবন।

রোববার (১৯ মে) সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হওয়ার তথ্য নিশ্চিত করেন।

জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায়, গত তিন দিন ধরেই সন্ধ্যার পর থেকেই পঞ্চগড়ে বৃষ্টি হতে দেখা যায়। শনিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হলে রোববার ভোর পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে। কিছু কিছু এলাকায় ঘণ্টাব্যাপী ভারী বৃষ্টিপাত হয়েছে। রাতে বৃষ্টিতে অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। তবে বজ্রপাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যানুযায়ী, টানা দাবদাহে পঞ্চগড়ে তাপপ্রবাহ রেকর্ড হচ্ছে ৩২-৩৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের গত তিন দিনে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ রেকর্ড হয়েছে। অনাবৃষ্টি আর তীব্র খরতাপে লাল হয়ে গিয়েছিল আবাদি জমি। কৃষিতে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। দাবদাহে মাটি শুকিয়ে যাওয়ায় মরে যেতে থাকে সমতলের চা বাগান, বাদাম, টমেটো ও মরিচ ক্ষেত। বৃষ্টি হওয়ায় প্রকৃতি প্রাণ ফিরে পাওয়ায় কৃষকদের মনে স্বস্তি ফিরেছে। স্বস্তি ফিরেছে জনজীবন ও প্রাণীকুলের মাঝে।

চা চাষি আব্দুল করিম, কালাম ও নজরুল ইসলাম বলেন, বৃষ্টিটা খুব দরকার ছিল। খুব বিপাকে পড়েছিলাম। বিশেষ করে চা বাগানে ঘন ঘন সেচ দিয়েও নতুন পাতা গজাচ্ছিল না। এ বৃষ্টিতে অনেক উপকার হলো।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টির সঙ্গে বিভিন্ন স্থানে বজ্রপাতের পাশাপাশি বাতাসের বেগ বেশি ছিল। তা ছাড়া এ এলাকায় টানা তাপপ্রবাহ বয়ে গেলেও গত দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আশার আলো দেখছে পাকিস্তান

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

জানাজায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঈদের চতুর্থ দিনেও পর্যটকে মুখরিত সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১০

এসিসির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি

১১

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

১২

সংসদ সদস্য হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর করা হবে : ফারুক

১৩

জব্দ ৫০০ কেজি জাটকা গেল এতিমখানায়

১৪

গণঅভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর : বরকত উল্লাহ বুলু

১৫

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু

১৬

পৈতৃক ব্যবসা ছেড়ে দিচ্ছেন শ্রীমঙ্গলের মৃৎশিল্পের কারিগররা

১৭

‘একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি-দখলদারির জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে’

১৮

সরু রেলগেটে বাড়ছে যানজট, ভোগান্তিতে হাজার পথচারী

১৯

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল

২০
X