ভোলার বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে জান্নাত বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) কাক ডাকা ভোরে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আকলিমা বেগম জানান, প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে পাক-পবিত্র হয়ে নামাজ শেষ করে জান্নাত পুকুর পাড়ে যায় আম কুড়াতে তখনই মাটি ধসে এই দূর্ঘটনা হয়। পরিবারে বইছে শোকের আহাজারি ও বুকফাটা কান্নার বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ওই গৃহবধূ বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ করে পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। জান্নাত ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন