গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৮ মে) দুপুর ১২টায় উপজেলার পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুমন ও নাহিদ। আহত হয়েছেন মাহবুব ও মুকুল নামে দুই শ্রমিক।
স্থানীয়রা জানান, উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের পূর্বপাড়ায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন শ্রমিক সুমন ও নাহিদ। এ সময় দুজন অজ্ঞান হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে নামেন আরও দুই শ্রমিক মাহবুব ও মুকুল। কিন্তু তারাও অসুস্থ হয়ে পড়েন।
পরে কাশিয়ানী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে কাশীয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যের বাড়ি থেকে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মন্তব্য করুন