মানিকগঞ্জের ঘিওরে সাপের কামড়ে রিপন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।
রিপন মিয়া পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের জলিল মিয়ার ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ধানক্ষেতে পানি দিতে যান। পরে ক্ষেতের ভেতরে ঘাস কাটতে গেলে সাপে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়।
চেয়ারম্যান আরও বলেন, ওঝার কাছে বিষ নামাতে গিয়ে রিপনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয়।
মন্তব্য করুন