সম্প্রতি রেলওয়ের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও দূরত্বভিত্তিক রেয়াতি প্রথা বহালের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে পার্বতীপুর জংশন রেল স্টেশনের তিন নম্বর প্লাটফরমে এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কলামিস্ট নাহিদ হাসান, আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হোসেন, সদস্য ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবি সেলিম মিয়াসহ অনেকে।
কলামিস্ট নাহিদ হাসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সেবাধর্মী অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেল অন্যতম। রেল এবং সড়ক পরিবহনের ক্ষেত্রে সেবার মধ্যকার পার্থক্য হলো দূরত্বভিত্তিক রেয়াতি পদ্ধতি। এর কারণে একই দূরত্বে সড়ক পথের চেয়ে রেল পথের ভাড়া কম হয়ে থাকে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ দূরত্বভিত্তিক এ রেয়াতি প্রথা তুলে দেওয়ার কারণে ভাড়া বৃদ্ধি হয়েছে। উত্তরাঞ্চল তথা জনগণের নিরাপদ ভ্রমণের অন্যতম বাহন রেলের প্রতি আস্থা ফেরানোর পাশাপাশি রেয়াতি প্রথা বহালের মাধ্যমে রেলের আয় বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তিনি আরও জানান, ইতোমধ্যে একই দাবিতে বিভিন্ন স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
এদিকে, কর্মসূচিকে ঘিরে যে কোনো অপৃতিকর ঘটনা এড়াতে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ফিরোজ আহমেদ, সাব ইন্সপেক্টর কাজল শেখ, মৃগেন্দ্র নাথ রায়সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
মন্তব্য করুন