নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক কিশোরী। শুক্রবার (১৭ মে) সকালে ভুক্তভোগী ওই কিশোরী নিজে বাদী হয়ে অজ্ঞাত ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে।
এর আগে বুধবার (১৫ মে) গভীর রাতে উপজেলার পৌরসভার চামুরকান্দি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার ঘটনা সূত্রে জান যায়, আড়াইহাজার উপজেলার চামুরকান্দি এলাকায় ভুক্তভোগী ওই কিশোরী তার মায়ের সঙ্গে বসবাস করে। ঘটনার দিন রাত আড়াইটার দিকে কিশোরীসহ তার মা ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন লোক দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় অভিযুক্তরা দেশি অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ঘর থেকে মুখ চেপে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তারা ওই কিশোরীর মাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।
এ ব্যাপারে ওসি আহসান উল্লাহ জানান, পূর্ব কোনো শক্রতা থেকে এই ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান পরিচালনা করেছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন