শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাইকে বিদেশে পাঠিয়ে বাড়ি ফেরা হলো না বড় ভাইয়ের

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

ছোট ভাই আকাশ যাচ্ছেন মালয়েশিয়ায়। তাকে এগিয়ে দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলেন বড় ভাই ফিরোজ হোসেন ও মোহাম্মদ হোসেন। ছোট ভাইকে বিদেশে পাঠিয়ে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু বাড়ি ফেরা হলো না বড় ভাই মোহাম্মদ হোসেনের।

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেনসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১৭ মে) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসন্তপুর এলাকায় রিলাক্স পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত অন্য চারজন হলেন- নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের নাছির উদ্দিন পলাশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের বদরুল হাসান রিয়াদ। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় আহতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার ফিরোজ, একই এলাকার মোক্তার হোসেন, ফজলুর রহমান, আরাফাত, আজান, নাাবিল হোসেন, কামরুন নাহার, স্বপন শিকদার, রফিকুল ইসলাম, আরজ হেসেন।

নিহত মোহাম্মদ হোসেনের বড় ভাই ফিরোজ হোসেন বলেন, ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে মোহাম্মদ হোসেন তৃতীয়। আমাদের সবার ছোট ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট ছিল রাত সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভাইকে বিমানবন্দরে এগিয়ে দিয়ে আসার জন্য আমি ও আরেক ভাই মোহাম্মদ হোসেন সঙ্গে যাই। ভাইয়ের বিমান ছাড়ার পরে রাত ২টায় ঢাকার সায়েদাবাদ থেকে বাড়িতে ফেরার জন্য দুই ভাই মিলে রিলাক্স পরিবহন বাসে রওনা করি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছালে ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমার ভাই হোসেনসহ পাঁচজন নিহত হয়েছেন। আমার ভাই আর বাড়িতে ফিরতে পারল না।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সোয়া ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাস উপজেলার বসন্তপুর নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের ভেতরে যাত্রীরা আটকে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

নর্থ সাউথ ইউনিভাসিটির শিক্ষার্থী রাঙ্গামাটির বাসিন্দা আরজ হোসেন সুমন বলেন, রাত সাড়ে ১২টায় বাসটি ছাড়ার কথা থাকলেও ২৮ জন যাত্রী নিয়ে রাত ২টায় ঢাকা থেকে চট্টগ্রামে রওনা করে। শুক্রবার ফজরের নামাজের আগে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি হোটেলে যাত্রাবিরতি করে বাসটি। যাত্রাবিরতির আগে গাড়িটির বেপরোয়া গতি ছিল। বিরতি শেষে গাড়িটি আবারও বেপরোয়া গতিতে চলে। এ কারণে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমে ছিল। বেপরোয়া গতির কারণেই বাসটি দুর্ঘটনায় পড়েছে।

অপর বাসযাত্রী চট্টগ্রামের আজান হোসেন বলেন, গাড়িটি উল্টে যাওয়ার পর আমিসহ আরও কয়েকজন মিলে গাড়িটির সামনের গ্লাস ভেঙে আহতদের উদ্ধারে চেষ্টা করি। আহতদের কয়েকজনকে টেনে বের করি।

অপরদিকে নিহত অপরযাত্রী নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের নাছির উদ্দিন পলাশের ভগ্নিপতি আফতাব উদ্দিন তুহিন বলেন, নাসির উদ্দিন পাইপ ফিটিংসের কাজ করেন। বৃহস্পতিবার রাতে তিনি বাসযোগে ঢাকা থেকে চট্টগ্রামের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি তিনি চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম কিবরিযা টিপু বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসটি সকালে উপজেলার বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পাঁচ যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তা গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করি। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১০

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১২

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৩

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৪

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৫

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৬

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৭

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৮

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

১৯

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

২০
X