বরগুনার বেতাগীতে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘জনতার মুখোমুখি’ সকল প্রার্থী অনুষ্ঠান। যেখানে কোনো নির্বাচনী বক্তব্য নয়, শুধু সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেয় প্রার্থীরা।
এমন ব্যতিক্রম আয়োজন করে পুরো উপজেলায় তাক লাগিয়ে দেয় স্থানীয় নবীন-প্রবীণ সাংবাদিকদের সংগঠন বেতাগী সচেতন নাগরিক।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। বেতাগী থানার ওসি মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
প্রথমে সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম পিন্টু, মাহমুদুল হাসান মহসিন, নিপু রাণী দাস,পারুল আক্তার ও মাহমুদা খানম।
তবে চেয়ারম্যান পদপ্রার্থীদের অংশগ্রহণ শুরু হলে উপজেলার পৌর শহরে অবস্থিত বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়াম ভরে যায় হাজারো সাধারণ মানুষের পদচারণে। এতে অংশ নেয় সাবেক ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, আমিনুল ইসলাম খান শিপন।
দীর্ঘ সময় ধরে চলে সাধারণ ভোটারদের প্রশ্ন উত্তর পর্ব। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিকের সমম্বয়ক অলি আহমেদ ও হোসাইন সিপাহী।
অনুষ্ঠানে সাধারণ ভোটারদের নাগরিক অধিকার বাস্তবায়নে অঙ্গীকার করেন প্রার্থীরা। উপজেলার জনসাধারণ এমন অনুষ্ঠান আয়োজন করায় ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন, বেতাগী উপজেলার প্রবীণ সাংবাদিক সালাম সিদ্দিকী, মিজানুর রহমান মজনু,সাঈদুল ইসলাম মন্টু, শামিম সিকদার ও স্বপন কুমার ঢালী। এ ছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন সজল মাহমুদ, আসাদ স্বপন, রিজওয়ান ও শিমুল মার্স।
মন্তব্য করুন