সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল তার নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচিত বন্ধু বান্ধব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অনুসারীসহ অনেকের কাছে জরুরি ভিত্তিতে টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। বিষয়টি তিনি লোক মারফত জানতে পেরে নিজের ভেরিফায়েড আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন তিনি।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাসসির আলম সোবল বলেন, উপজেলা চেয়ারম্যানের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে জরুরি ভিত্তিতে আমার কাছে ২৫ হাজার টাকা চাওয়া হয়। হঠাৎ টাকা চাওয়ায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি যাচাই করে জানতে পারি ওনার নম্বর ক্লোন হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আমার নম্বর ক্লোন করে পরিচিত অনেকের কাছে টাকা চাইছে একটি চক্র। যাদের কাছে টাকা চাচ্ছে তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে নম্বরটি ক্লোন করা হয়েছে বলে বুঝতে পারি। ওই নম্বর থেকে কারও কাছে ফোন গেলে সবাই যেন সতর্ক থাকেন সে বিষয়ে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেন তিনি।
মন্তব্য করুন