চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

‘আমরা জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম’

দুই মাসেরও বেশি সময়ের পর বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে এমভি আবদুল্লাহর ইঞ্জিন ফিটার মো. সালেহ আহমেদ। ছবি : কালবেলা
দুই মাসেরও বেশি সময়ের পর বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে এমভি আবদুল্লাহর ইঞ্জিন ফিটার মো. সালেহ আহমেদ। ছবি : কালবেলা

‘আমরা যে ৩৩ দিন তাদের হাতে জিম্মি ছিলাম। কেউই চিন্তা করিনি সবাই সুস্থভাবে পরিবারের কাছে ফিরব। ভেবেছিলাম কেউ ফিরবে আবার কেউ ফিরবে না। ওখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকটা মৃত্যুকূপ থেকে ফেরার মতো। আল্লাহর রহমত ছিল। প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি এবং আমাদের মালিকপক্ষও দ্রুত সাড়া দিয়েছেন। ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

বুধবার (১৫ মে) জিম্মিদশা থেকে বাড়ি ফিরে আবেগাপ্লুত হয়ে কালবেলাকে নিজের অনুভূতি প্রকাশ করেন নোয়াখালী চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের বাসিন্দা ও এমভি আবদুল্লাহর ইঞ্জিন ফিটার মো. সালেহ আহমেদ।

তিনি বলেন, ১২ মার্চ যখন আমাদের প্রথম আক্রমণ করে ওরা ১২ জন ছিল। সোমালিয়ায় আমাদের নেওয়ার পর তারা ৫০ জনের মতো হয়ে যায়। যখনি কোনো জাহাজ আমাদেরকে উদ্ধারের জন্য আসতে চেষ্টা করেছে, তখন আরও শঙ্কায় পড়ে যেতাম। আমরা তখন দস্যুদের অস্ত্রের সামনে থাকতাম। আমরা জীবনের মায়া ছেড়ে দিতাম। আমাদের ক্যাপ্টেন স্যার এটা অনেক টেকনিক্যালি হ্যান্ডেল করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের কোম্পানির সিইওসহ সবাই সবাই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন।

জিম্মিদশার বিভীষিকাময় সময় স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন মো. সালেহ আহমেদ। এমভি আবদুল্লাহর এ কর্মকর্তা কালবেলাকে বলেন, পরিবারের মাঝে ফিরে আসা ঈদের আনন্দের চাইতেও বেশি। নতুন জীবন ফিরে পেয়েছি। এ অনুভূতি প্রকাশ করার মতো না। ওরা যখন আমাদের জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন আমরা জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম।

মো. সালেহ আহমেদ বলেন, জলদস্যুরা জিম্মি করার পর বারবার মেয়েদের কথাই মনে পড়ছিল। আমি কখনও তাদের আশা অপূর্ণ রাখিনি। আমার কিছু হয়ে গেলে তারা কোথায় যাবে। তারা কার দরজায় দাঁড়াবে। আমি হযতো তাদের মুখ দেখতে পারব না। সন্তানরা আমাকে আর বাবা বলে ডাকতে পারবে কিনা। মহান আল্লাহর রহমত আর মানুষের দোয়া ছিল। আমাদের কোম্পানি এবং সরকারের সহযোগিতা ছিল সবচেয়ে বেশি। যারা আমার পরিবারের খোঁজখবর রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।

চট্টগ্রাম থেকে বুধবার বিকেলে নিজ বাড়িতে ফেরেন মো. সালেহ আহমেদ। বাড়িতে আসার পর তাকে বরণ করে নেন স্বজনরা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

জানা গেছে, চার ভাই ও এক বোনের মধ্যে মো. সালেহ আহমেদ সবার বড়। তার স্ত্রী ও তিন মেয়েসন্তান রয়েছে। বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি দশম শ্রেণিতে পড়ে। মেজো মেয়ে ফাহমিদা আক্তার ফাইজা একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে হাফসা বিনতে সালেহর বয়স মাত্র তিন বছর।

সালেহের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান। দীর্ঘ প্রতিক্ষার পর বাবাকে কাছে পেয়ে তিন মেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন ফুল নিয়ে দেখা করতে আসেন সালেহের বাড়িতে। এ সময় চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হকও উপস্থিত ছিলেন।

বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি কালবেলাকে বলেন, আলহামদুলিল্লাহ, আব্বু ফিরে আসার পর অনেক ভালো লাগছে। এ জন্য দেশের সরকার, পররাষ্ট্রমন্ত্রী এবং কেএসআরএম গ্রুপকে ধন্যবাদ জানাই। আমরা আমার বাবাকে কাছে পেয়ে অনেক খুশি। আমাদের জন্য এর থেকে আনন্দের আর কিছু নেই।

সালেহের চাচাতো ভাই মনির হোসেন সোহেল বলেন, সালেহ ভাই সবসময় পরিবার নিয়ে ভাবেন। বাড়িতে থাকলে মেয়েদের সঙ্গে সময় কাটান। তিনি মেয়েদের সকল শখ পূরণ করেন। তিনি বাড়িতে ফেরায় আমরা সবাই খুশি।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, আমরা উনাদেরকে নিয়ে শঙ্কিত ছিলাম। একটি অনিশ্চিত জীবন থেকে ফিরে এসেছেন মো. সালেহ আহমেদ। তার বাড়িতে গিয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি জিম্মি থাকার সময় থেকে আমরা তার পরিবারের খোঁজ খবর রেখিছিলাম। আগামীতেও আমরা ওনাদের খোঁজখবর রাখব।

মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বরে এসে পৌঁছান ২৩ নাবিক। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। তাদের বরণ করতে উপস্থিত হন স্বজন ও কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ জাহাজ ও ২৩ নাবিক। ৩৩ দিন পর জাহাজসহ নাবিকরা গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনাপাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরে রওনা দেয়। সব মিলিয়ে দুই মাসেরও বেশি সময়ের পর মুক্ত নাবিকরা দেশে ফিরে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপি কমিশনারের আর্থিক সহায়তা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান তিতাসের 

আমেরিকান দূতাবাসে পৌঁছেছেন খালেদা জিয়া

আইনজীবী হত্যা : বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে সিএমপির বিৃবতি

লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রতিক্রিয়া

হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী

কুষ্টিয়ায় টিসিবি পণ্য কিনতে গিয়ে প্রাণ গেল দুই নারীর

কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে : মির্জা ফখরুল

মিতু হত্যা মামলা / বাবুল আক্তারের জামিন

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৩০

১০

চিঠির সঙ্গে বিপদ ডেকে আনছেন না তো?

১১

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

১২

প্রকাশ্যে এসেই ৫২ প্রস্তাব দিলেন শাবিপ্রবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

১৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু, বয়স কত?

১৪

‘আমার বাবা নির্দোষ, আমার বাবার চাকরি ফেরত চাই’

১৫

চাঁদাবাজির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

১৬

চীন যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা

১৭

সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

১৮

চট্টগ্রাম আদালতের কার্যক্রম বন্ধ

১৯

আইনজীবী হত্যার ভিডিও দেখে আটক ৬ : প্রধান উপদেষ্টার কার্যালয়

২০
X