মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালতে আপিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েত রহিমের একক বেঞ্চে আপিল শুনানি হয়।
আপিলের শুনানি শেষে বিচারপতি আপিলটি যৌথ বেঞ্চে প্রেরণ করে আগামীকাল আদেশের তারিখ ধার্য করেন।
জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ। দুদিন পর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৩ এপ্রিল তাজের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার আব্দুস সালাম। কিন্তু পাঁচদিন পর গত ২৮ এপ্রিল চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম।
এরপর তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত হাইকোর্টে রিট আবেদন করেন। বৃহস্পতিবার ( ৯ মে) তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ এবং রুলসহ আদেশ দেন। একই সঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করেন যৌথ বেঞ্চ। রিটের শুনানিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করে তাদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ফের বুধবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার জজ আদালত বৃহস্পতিবার (১৬ মে) তারিখ ধার্য করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজ কালবেলাকে বলেন, আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। আমি হাইকোর্টে এসে ন্যায় বিচার পেয়েছিলাম। কিন্তু এখন আবার চেম্বার আদালতে আপিল করা হয়েছে। আমি আশা রাখি, চেম্বার আদালতও আমার প্রতি ন্যায় বিচার করবেন। মৌলভীবাজার সদর উপজেলার তিন লাখ ভোটার তাদের ভোট প্রয়োগের জন্য অপেক্ষা করছেন।
২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। হাইকোর্টে তাজ প্রার্থিতা ফিরে পেলেও এখন বিষয়টি আপিল বিভাগের নিষ্পত্তির অপেক্ষায়।
মন্তব্য করুন