রাতের অন্ধকার নয়, দিনদুপুরে ঘরে ঢুকে পড়েছে দুই নারী। ফজরের নামাজের পর পরিবারের সদস্যরা তখন ঘুমাচ্ছিলেন। ওই দুই নারী ঘরের প্রত্যেকটি রুমে গিয়ে একে একে হাতিয়ে নিয়েছে ৪টি স্মার্টফোন ও একটি অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপ। জিনিসগুলোর দাম চার লাখ টাকারও বেশি। নারী চোরের এমন ভেল্কিতে বিস্মিত ভুক্তভোগী পরিবার।
সম্প্রতি এমন চুরির ঘটনা ঘটেছে ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকার ৭ তলা একটি ভবনে। নিজেরা ঘরে থাকা অবস্থায় দিনদুপুরে কীভাবে দুই নারী এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটাল, তা ভেবে বিস্মিত ও হতভম্ব ওই পরিবারের সদস্যরা। পুরো ঘটনাটি ধরা পড়েছে ওই ভবনের সিসিটিভি ক্যামেরায়।
ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, চুরি হওয়া অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপটির দাম ১ লাখ ৪১ হাজার। এ ছাড়া ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের দুটি আইফোন এবং ৪০ ও ২২ হাজার টাকা মূল্যের দুটি ভিভো ও অপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে গেছে ওই দুই নারী চোর। সকাল ৬টা ৫৩ মিনিটে বাসায় ঢুকে মাত্র তিন মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটায় তারা।
দুর্ধর্ষ এই চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রধান সুলতান উদ্দিন ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন। পুলিশ আইএমইআই নম্বরের মাধ্যমে স্মার্টফোনগুলো উদ্ধারের চেষ্টা করছে। এর পাশাপাশি ঘটনার তদন্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে দুই নারীকে।
থামরাই থানার এসআই অসীম বিশ্বাস বলেন, আইএমইআই নম্বরগুলো সার্চ দেওয়ার জন্য এরইমধ্যে আবেদন করা হয়েছে। এখন ওইসব ফোনে নতুন কোনো সিম ব্যবহার করলে আমরা তা জানতে পারব। এ ছাড়া এ ঘটনার দুইটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুজন মহিলাকে উঠতে ও নামতে দেখা গেছে। তাদের ছবি সংগ্রহ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় কয়েকটি নারী চোর চক্র রয়েছে, যারা বিভিন্ন বাসায় গিয়ে এভাবে সর্বস্ব নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় কাজের মেয়ে পরিচয় দিয়ে তারা ঢুকে পড়ছে ভবনে। নারী হওয়ায় তাদের খুব বেশি জেরাও করা হয় না। এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
মন্তব্য করুন