হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় প্রধান আসামি বদরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) পলাশ রঞ্জন দে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি অন্য আসামিদের আইনের আওতায় চেষ্টা করা হচ্ছে। রোববার (১২ মে) গ্রেপ্তার বদরুলের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে বৃহস্পতিবার (৯ মে) বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে স্ট্যান্ডের ত্বত্তাবধায়ক বদরুল আলমের সঙ্গে কথাকাটাকাটি হয় অটোরিকশাচালক কাদির মিয়ার। এ কথাকাটাকাটির খবর আগুয়া গ্রামে পৌঁছালে বদরুলের পক্ষের আত্মীয়স্বজনরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করে। একপর্যায়ে বদরুলের পক্ষের লোকজনের বল্লমের আঘাতে অটোরিকশাচালক কাদির মিয়া, তার আত্মীয় সিরাজ মিয়া ও লিলু মিয়া নিহত হন।
মন্তব্য করুন