ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ নজরুল ইসলাম দুলালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ মে) মনোনায়নপত্র বাছাইয়ের দিন ধার্য ছিল।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।
এছাড়া বাছাই শেষে অন্য দুই প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিনের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এ অবস্থায় উপনির্বাচনে বৈধ প্রার্থী থাকলেন ৩ জন।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন আগামী ৫ জুন ওই আসনে উপনির্বাচনের দিন ধার্য করে তপশিল ঘোষণা করে।
মন্তব্য করুন