৯ বছরের শিশু ইয়াছিনকে খুঁজছে তার পরিবার। গত ৬ দিন ধরে হন্যে হয়ে সন্তানকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় মা-বাবা।
গত ৬ মে দুপুর ১২টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট এলাকা থেকে নিখোঁজ হয় ইয়াছিন হাওলাদার।
শিশু ইয়াছিনের বাবার নাম সিরাজুল হাওলাদার, গায়ের রং- শ্যামলা, উচ্চতা- ৪ ফুট ১ ইঞ্চি। সে স্থানীয় এম আব্দুল্লাহ মাদ্রাসায় হিফজ পড়ে।
ইয়াছিনের চাচা জহিরুল ইসলাম বলেন, ছেলেটিকে গত ৬ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। ওর বাবা-মা ছেলের শোকে পাগলপ্রায়। কোনো সহৃদয়বান ব্যক্তি ইয়াছিনকে খুঁজে পেলে ০১৬৫০ ২০৬ ৬২০ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
মন্তব্য করুন