বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার বালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান।
নিহত দুজন হলেন, মিলন এবং মোস্তফা।
তিনি বলেন, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয়জন।
আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার (১১ মে) সকালে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়।
মন্তব্য করুন