কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত ৫

ভাঙচুর করা একটি বাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুর করা একটি বাড়ি। ছবি : কালবেলা

পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক মুক্তিযোদ্ধাসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার ভোটগণনা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওহাব বিজয়ী হন। আনারস প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন পরাজিত হন। বুধবার ভোটগণনাকালেই উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা।

এ সময় তারা মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া, সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি, গোবিন্দপুর, শ্রীপুর, দুর্গাপুর, সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া, আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর সোনাতালা, বাদাইসহ বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশত বাড়ি-ঘরে হামলা করে। এতে চারজন আহত হয়েছেন।

একই রাতে আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের বাড়িতেও হামলা করে এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমার সমর্থকদের শতশত বাড়ি-ঘরে হামলা করা হয়েছে এবং নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। সন্ত্রাসীরা সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা একজন বীর মুক্তিযোদ্ধাকেও হত্যাচেষ্টা করেছে। আমার পরাজয় নিয়ে বা নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু আমার সমর্থকদের বাড়ি-ঘরে এসব নারকীয় তাণ্ডবের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনে আওতায় নিয়ে আসতে হবে।

এ বিষয়ে বিজয়ী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমি কয়েকটি বাড়ি পরিদর্শন করেছি এবং তাদের বলেছি থানায় লিখিত অভিযোগ দিতে। অভিযোগ দিলেই মামলা দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৮ এপ্রিল

আর্সেনাল পয়েন্ট খোয়ানোয় শিরোপার দোরগোড়ায় লিভারপুল

শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন কুয়েটের ভিসি ও প্রো-ভিসি

বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

রায়পুর পৌরসভায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট

বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজার গাছ উদ্ধার

পারমাণবিক সংঘাতের শঙ্কা / ভারত কি পাকিস্তানে হামলা চালাবে?

রিয়ালের ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে বিরক্ত আনচেলত্তি

গুলের জাদুতে লা লিগার শিরোপা দৌড়ে টিকে রইলো রিয়াল

বাবার হয়ে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ

১০

মালয়েশিয়া-সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১১

গৌতম গম্ভীরকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি

১২

ফেনীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৩

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

১৪

ভারত সমস্যায় পড়লেই পাকিস্তানের ঘাড়ে দোষ চাপায়: ইসহাক ডার

১৫

বাবার নামে ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে কী বললেন আসিফ মাহমুদ

১৬

ভারতের পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

১৭

অস্ত্রের মুখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

১৮

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, অতঃপর...

১৯

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস 

২০
X