শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে চিকিৎসকের বিরুদ্ধে যত অভিযোগ

ডাক্তার মো. রকিবুল ইসলাম। ছবি : কালবেলা
ডাক্তার মো. রকিবুল ইসলাম। ছবি : কালবেলা

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার (এমসিএইচ) ইউনিটের চিকিৎসক ডা. মো. রকিবুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। নিয়মিত অফিস না করা, জোর করে অধীনস্থ কোয়ার্টারে থাকা, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, নিয়মিত রোগী না দেখা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ না মানাসহ নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে।

সুদূর চর মাইজারা থেকে ছয় মাসের শিশুকে নিয়ে উপজেলা হাসপাতালে আসা আমেনা বেগম বলেন, হঠাৎ বাচ্চাটির পেটে সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য নিয়ে আসি। এখানে এসে দেখি কোনো শিশুচিকিৎসক নেই। আমরা ডা. রাকিবুল ইসলামের কথা বললে এমন ডাক্তারের নাম কেউ শোনেনি বলে জানান।

সরেজমিনে দেখা যায়, ফাহিমা বেগম নামে এক নারী তার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য এমসিএইচ ইউনিটে বসে আছেন। তার কাছে ড. রকিবুল ইসলাম নামের কোনো ডাক্তারকে আপনি চেনেন বা দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি আমার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য আসি। কিন্তু আমি কোনোদিনও এ নামের কোনো ডাক্তার দেখিনি। আর ওনার নামফলক লাগানো রুমটা সবসময় বন্ধই দেখি।

স্থানীয় ক্লিনিকের কর্মরত সবুজ মিয়া কালবেলাকে বলেন, আমি গত ৩ বছর ধরে এ হাসপাতালে আসা-যাওয়া করি। ডা. রকিবুল ইসলাম নামে যে একজন ডাক্তার এখানে আছে তা আপনাদের কাছে শুনলাম।

জেলা পরিষদের সদস্য আব্রাহাম লিংকন কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী চরের গরিব-দুঃখী-অসহায় মানুষের চিকিৎসার জন্য দুর্গম চরের মধ্যে কোটি টাকা খরচ করে ১০ শয্যাবিশিষ্ট আব্দুর রাজ্জাক মা ও শিশু হাসপাতাল নির্মাণ করেছেন। ডাক্তার ও নার্সের অভাবে আজ তা তালাবন্ধ থাকে। তাই চরের এ অসহায় পরিবারগুলো চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে উপজেলা সদর ও জেলা সদরে ছুটতে হয়। এখানে ডাক্তার রকিবুল ইসলাম নামের একজন চিকিৎসককে সপ্তাহে দুই দিন রোগী দেখার জন্য আদেশ প্রদান করা হলেও তিনি এখানে আসে না, রোগীও দেখেন না। আমি এ বিষয়টি নিয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ মামুনের সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানায়, ডাক্তার রকিবুল ইসলামকে সপ্তাহে দুই দিন ওখানে রোগী দেখার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি এখানে আসেন না। গত কয়েক দিন আগে এ বিষয়টি নিয়ে আমি আমার ফেসবুক পেজে লাইভ করেছি, এতেও কোনো ফল পাচ্ছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মচারী কালবেলাকে বলেন, ডা. মো. রকিবুল ইসলাম গোসাইরহাট উপজেলায় (MCHFP) পদে ২০২৩ সালের ৯ মে যোগদান করে। আজ পর্যন্ত তিনি ১০ জন রোগী দেখেছেন কিনা সন্দেহ। এখানে যে একজন অভিজ্ঞ চিকিৎসক আছে তা গোসাইরহাট উপজেলার মানুষ জানেনই না। তার গোসাইরহাট চেম্বারও দিনের পর দিন তালা লাগানো থাকে। আমার মনে হয় তার খুঁটির জোর অনেক শক্তিশালী। তিনি তার অধস্তন কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তার ভয়ে সবাই মানসিক চাপে থাকে।

এ বিষয়ে জানতে ডা. রকিবুল ইসলামের গোসাইরহাট (এমসিএইচ) ইউনিটের চেম্বারে গেলে তাকে পাওয়া যায়নি। তার কক্ষটি তালাবন্ধ ছিল। পরে মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। তবে আমি বেশিরভাগ সময় পরিদর্শনের কাজে ব্যস্ত থাকি।

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ মামুন কালবেলাকে বলেন, ডা. রকিবুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি আমার কাছে অভিযোগ করেছে। সে অভিযোগের ভিত্তিতে আমি তারা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। প্রয়োজন হলে আবারও দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৪ সাবেক এমপিকে আসামি করে মামলার আবেদন

এ বছর গুচ্ছেই থাকছে বাকৃবি : উপাচার্য ড. এ কে ফজলুল হক

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে

দিনাজপুরে শীতের দাপট, একদিনে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি

সৌদিতে প্রবল বৃষ্টি, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা

অন্ধরাও কি স্বপ্ন দেখেন?

হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুড়িগ্রামে শীতের দাপট

১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

১১

ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই ৪ দেশের

১২

খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডির পরিচয়

১৩

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

১৪

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন

১৫

জুলাই আন্দোলনে গ্রেপ্তার মুক্তিযোদ্ধার বয়স এজাহারে ৩২

১৬

সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

১৭

‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৮

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

১৯

ছাত্র আন্দোলনে হামলায় ইউপি চেয়ারম্যান রুয়েল গ্রেপ্তার

২০
X