শাহ জামাল শিশির, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক বন্ধ রেখে নির্বাচন শিখতে গেলেন কর্মকর্তারা!

অগ্রণী ও সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখা। ছবি : কালবেলা
অগ্রণী ও সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখা। ছবি : কালবেলা

কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই যশোরের ঝিকরগাছায় সোনালী ও অগ্রণী ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ফলে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যাংক দুটির গ্রাহকরা।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে সব কর্মকর্তা প্রশিক্ষণে আছেন। এজন্য ব্যাংক দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এদিকে শুক্র ও শনিবার দুদিন সরকারি ছুটির পরে রবিবার ও সোমবার ব্যাংক বন্ধ থাকায় টানা চারদিন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা।

রোববার সকালে সরেজমিনে ব্যাংক দুটিতে দেখা যায়, ব্যাংকের মেইন গেট বন্ধ রয়েছে। তবে একটা নোটিশ টাঙানো হয়েছে। অগ্রণী ব্যাংকের সামনে নোটিশে লেখা রয়েছে, ‘আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণজনিত কারণে আগামী রোববার (৫ মে) ও সোমবার (৬ মে) অত্র শাখা বন্ধ থাকবে।’ সোনালী ব্যাংকের সামনেও এমন নোটিশ টাঙানো হয়েছে।

৮০ বছর বয়সী মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এসেছিলেন টাকা উঠাতে। তিনি বলেন, আমার ধানক্ষেতে শ্রমিকরা কাজ করছে। তাদের টাকা দেওয়ার জন্য ব্যাংকে এসেছি। এতদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ।

প্রায় ৪০ কিলোমটার দূরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রাম থেকে টাকা তুলতে এসেছেন অমৃত লাল পাড়ে। তিনি বলেন, ব্যাংক আমাদের সঙ্গে অন্যায় করেছে। এতদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ। আমার এখন টাকারও খুব প্রয়োজন। কী করব বুঝতে পারছি না।

ঝিকরগাছা হাসপাতাল রোডের সাবেক পুলিশ সদস্য শেখ আনোয়ার হোসেন বলেন, টাকা তুলতে এসে দেখি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে দুদিনের জন্য ব্যাংক বন্ধ, ব্যাংক আগেভাগে আমাদের কিছু জানায়নি।

সরসকাটি গ্রামের আতিয়ার রহমান বলেন, কারও কোনো জবাবদিহিতা নেই। ব্যাংকের কর্মচারীরা ভোটের ট্রেনিংয়ে গেছে, তাই দুদিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করেছে।

কৃষ্ণনগর গ্রামের বুলু মন্ডল বলেন, দেনা দেওয়ার জন্য ব্যাংকে ৩৮ হাজার টাকার চেক নিয়ে এসেছি। এসে দেখি গেটে তালা মারা, ভেতর থেকে বলেছে দুদিন ব্যাংক বন্ধ।

অগ্রণী ব্যাংকের আরেক নারী গ্রাহক বলেন, রোদ গরমের মধ্যে ব্যাংকে এসেছিলাম টাকা জমা দিতে। এখন দেখছি ব্যাংক বন্ধ।

ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মহসিন আলী বলেন, নির্বাচনের প্রশিক্ষণে ব্যাংকের সকল অফিসারকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের ডিউটির কারণে দুদিন ব্যাংক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে বিকেল ৪টা থেকে এক ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য আমরা আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছিল ব্যাংকে দুজন কর্মকর্তা থাকলে তারা ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে পারবে। সেই হিসেবে দুজনকে ৯ ও ১০ মে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক দুটি কেনো দুদিন বন্ধ ঘোষণা করল সেটা আমি বলতে পারব না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল জানান, নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। সোনালী ব্যাংকে অলরেডি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিল না, ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত

চট্টগ্রাম কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি, তীব্র গরমে হাঁসফাঁস

নরসিংদীর দুই বাজারে ভয়াবহ আগুন, ২২ দোকান পুড়ে ছাই

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রথম মা-বাবা হতে যাওয়া দম্পতির স্বাস্থ্যসেবা উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়

আগামী ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

মিয়ানমার ভূমিকম্প :  বাংলাদেশের জন্য শিক্ষা ও আগাম সতর্কবার্তা

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বিয়ে হয় : আদালতে মেঘনা

স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

গাজীপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

১০

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ

১১

খাগড়াছড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী

১২

পুলিশ পরিদর্শক মামুন হত্যা / আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন 

১৩

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

১৪

ইসলামী রাষ্ট্রব্যবস্থা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : বুলবুল

১৫

কোনো মিষ্টি দোকানদার ভ্যাট চালান দেননি : এনবিআর চেয়ারম্যান

১৬

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

১৭

আসিয়ানে নিষিদ্ধ, তবুও আনোয়ারের সঙ্গে জান্তা নেতার বৈঠক

১৮

সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপির

১৯

মেয়েদের ওয়াশরুমে ছেলেদের প্রবেশ, কলেজ প্রশাসনের বিবৃতি

২০
X