আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক পেয়েই প্রার্থীদের অনেকেই প্রচারের কাজ শুরু করেছেন।
প্রতীক পেয়েই নির্বাচনী প্রচার শুরু করেছেন নাগরিক ঐক্য সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি লটারির মাধ্যমে ঘোড়া প্রতীক নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হন।
এ সময় নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানা হলো জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর, আমাকে যদি তালাবাসী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে, আমার প্রথম পদক্ষেপ থাকবে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রুপান্তরিত করা।
তিনি আরও বলেন, আমি তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় নজির বিহীন উন্নয়ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আগামী ২১ মে জনগণ যে রায় দেবে, আমরা সেই রায় মেনে নেব।
মন্তব্য করুন