ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাসেবাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করার আহবান প্রাণিসম্পদমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ছবি : কালবেলা
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ছবি : কালবেলা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারকে নানা প্রতিকুলতার মধ্য দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হয়। অনেক সময় অনেক কিছুর সংকট থাকে, তারপরও তারা চিকিৎসাসেবা দিয়ে থাকেন। আরও আন্তরিকভাবে রোগীদের সেবা দেওয়ার আহবান জানান। চিকিৎসাসেবাকে সাধারণ মানুষের একটা আস্থার জায়গায় তৈরি করার জন্য আপনাদের আরও কাজ করতে হবে।

বুধবার (১ মে) দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আজ অবধি শেখ হাসিনার একজন নিঃস্বার্থ পাহারাদার আমি। যতদিন পাহারাদারের কাজ করছি, ততদিন ধরে ঠিকমতো চোখেও ঘুম আসে না। আর যতদিন বেঁচে আছি ততদিন শেখ হাসিনা ও দলের পাহারাদার হয়েই বেঁচে থাকতে চাই। আব্দুর রহমান বলেন, ফরিদপুরে বঙ্গবন্ধুর অনেক পদচিহ্নের সৃতি রয়েছে। দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে দীর্ঘসময় ফরিদপুর কারাবাসে ছিলেন। তারপরও বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে কোনো প্রতিষ্ঠান ছিল না। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ফরিদপুর মেডিকেল কলেজটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামে নামকরণ করতে পেরেছি। এখন এই মেডিকেল কলেজে হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করার চেষ্টা করা হবে। সেই বিষয়ে ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ফরিদপুরে মুজিব বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রয়েছে আমার।

মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, মেধামননে যারা সর্বোত্তম, তারাই পারে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে। এইচএসসি শেষ করে ডা. হতে একজন ছাত্রকে শিক্ষা জীবনে দীর্ঘ সময় পার করতে হয়।

তিনি বলেন, কীভাবে এই প্রতিষ্ঠানটিকে সবকিছুতেই স্বয়ংসম্পন্ন করতে আপনাদের যার যা দায়িত্ব আছে তা আন্তরিকভাবে চালিয়ে যান। ভালো কিছু করতে গিয়ে আমাকে সব সময় আপনারা পাশে পাবেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এই কৃষক শ্রমিকরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনের কাজে অন্যদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরাই পারে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ফরিদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মো. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান (মিলন), ফরিদপুর আ. লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, স্বাচিবের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক ডা. পারিজাত পাল, সদস্য সচিব ডা. কমল কুমার দাস, স্বাচিবের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা. ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশিদ, স্বাচিবের ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. গণপতি বিশ্বাস দত্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মাটির ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকের ওপর হামলা

বিশ্লেষণ / নিজের পিঠ বাঁচাতে ইরান কীভাবে ‘মডেল’ হয়ে উঠল

পরিত্যক্ত ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

কৃষ্ণচূড়ার লালে লাল কুমিল্লার পথঘাট

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াত

ময়লা-আবর্জনা পরিষ্কারে কঠোর নির্দেশনা রাজউক চেয়ারম্যানের

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বৈশাখী মেলায় জুয়া ও অশ্লীল নাচ, প্যান্ডেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

১০

ভারতীয় যুদ্ধবিমান থেকে ধাতব বস্তু পড়ে বাড়ি বিধ্বস্ত

১১

ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল

১২

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার

১৩

কাশ্মীরে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি

১৪

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে : বিলাওয়াল ভুট্টো

১৫

গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুরও করলেন

১৬

আবহাওয়া নিয়ে ঢাকাবাসীর জন্য কোনো ভালো খবর নেই

১৭

ভারতের বিষয়ে সৌদি আরবকে জানাল পাকিস্তান

১৮

এক বাইকে ঘুরতে বের হয় ৩ বন্ধু, পথে প্রাণ গেল একজনের

১৯

কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

২০
X