শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার প্রথম নির্বাচনে নৌকাকে হারিয়ে প্রথম মেয়র হয়েছেন নারিকেল গাছ প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল আউয়াল সরদার।
সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে ভোটগণনা শেষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ মো. আবদুল আউয়াল সরদারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
পৌরসভার ৯টি কেন্দ্রে বিজয়ী প্রার্থী মো. আবদুল আউয়াল সরদার পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত জাকির হোসেন দুলাল নৌকা প্রতীকে ২ হাজার ৯৯৫ ভোট। এ ছাড়া জিয়াউর রহমান জম্মদার কম্পিউটার প্রতীকে ২ হাজার ৯১৫ ভোট, মতিউর রহমান মিন্টু বেপারী মোবাইল প্রতীকে ২ হাজার ৬৩৮ ভোট ও দেওয়ান মোহাম্মদ শাহজাহান জগ প্রতীকে পান ৭৬২ ভোট।
ভোটগ্রহণ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বলেন, গোসাইরহাট পৌরসভার ১৮ হাজার ৭৭৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৪২৯ জন ভোটার তাদের নিজ নিজ প্রার্থীকে ভোট প্রদান করেন। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে। যদিও প্রথম দিকে ইভিএমে কিছুটা ধীরগতি ছিল।
উল্লেখ্য, গোসাইরহাট পৌরসভা গঠিত হওয়ার দীর্ঘ ১২ বছর সীমানাসংক্রান্ত মামলা জটিলতায় নির্বাচন হয়নি। তাছাড়া শরীয়তপুর জেলায় এই প্রথম গোসাইরহাট পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে প্রতিটিতেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন