ঝিনাইদহে পারিবারিক দ্বন্দ্বে শরিফুল ইসলাম ওরফে বাটুল সরদার নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জেলার শৈলকুপার শেখপাড়া গ্রামের সরদার পাড়ায় এ ঘটনা ঘটে।
শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাটুলের সঙ্গে পরিবারের দ্বন্দ্বের জেরে মাতুব্বরদের মধ্যস্থতায় সালিশ বৈঠক বসে।
সালিশ বৈঠকে গ্রাম্য মাতুব্বর সাহাবুল ও বকুল জোয়ারদার অভিযুক্ত বাটুল সরদারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এলাকা না ছাড়ায় এ নিয়ে সোমবার রাতে বাটুলের মামাতো ভাই আব্দুর রহিম, লিটন ও আব্দুর রহমানের সঙ্গে তর্কবিতর্ক হয়।
সালিশ বৈঠক শেষে বাটুল গোসল করতে ওই গ্রামের সেন্টু মোল্লার শ্যালো মেশিনে যায়। তিনি সাইদুল মণ্ডলের পান বরজের কাছে পৌঁছালে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। এরপর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বাড়িতেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন বাটুল। রাত ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে বাটুলের মামাতো ভাইয়েরা পলাতক রয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোনো মামলা হয়নি।
মন্তব্য করুন