চট্টগ্রামের বোয়ালখালীতে হিটস্ট্রোকে মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আল কাদেরী নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসায় যাওয়ার সময় কালুরঘাট এলাকায় ফেরিতে ওঠার পর হিটস্ট্রোকে মারা যান তিনি।
মোস্তাক আহমেদ নগরীর চান্দগাঁও মোহরা এলাকায় বসবাস করতেন। তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীতে। তিনি বোয়ালখালীর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী কালবেলাকে বলেন, তিনি আমাদের সংগঠনের সহসভাপতি ছিলেন। সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য ফেরিতে ওঠেন। পরে হঠাৎ হিটস্ট্রোক করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুপুর ২টায় খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে কুতুবদিয়ার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
মন্তব্য করুন