ময়মনসিংহের ত্রিশালে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে উমর ফারুক নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. উমর ফারুক (৪০) একই গ্রামের মুকছেদ আলীর ছেলে।
মৃত উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ বলেন, প্রচণ্ড গরমের মাঝেই তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটার সময় অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। লক্ষণ দেখে প্রাথমিকভাবে চিকিৎসক জানান তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
মন্তব্য করুন