মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ-আরএফএল কোম্পানির এক মাঠকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে।
হিটস্ট্রোকে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন মুকুল (২৭)। তিনি প্রাণ-আরএফএল কোম্পানির মাঠপর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।
প্রাণ আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ শহরের অদূরে মুন্সীরহাট এলাকায় মাঠপর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের সিমটম রয়েছে বলে জানান তিনি।
নিহতের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন