রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৩ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মিলছে না পানি

রাজবাড়ীতে টিউবওয়েলে উঠছে না পানি। ছবি : কালবেলা
রাজবাড়ীতে টিউবওয়েলে উঠছে না পানি। ছবি : কালবেলা

দুলালী সরকারের ৬ সদস্যের পরিবার। নিজের টিউবওয়েল থাকলেও বেশ কয়েকদিন ধরে পানি উঠছে না। একদিকে বইছে তীব্র তাপপ্রবাহ অন্যদিকে পানির জন্য হাহাকার। সবকিছু মিলে বিপর্যস্ত হয়ে পড়ছে দুলালী সরকারের পরিবারের জীবনযাত্রা। পানির অভাব মেটাতে ছুটছেন এদিক-ওদিক।

শুধু দুলালী সরকারের পরিবারই নয়। পানির জন্য এমন চিত্র রাজবাড়ীর বালিয়াকান্দির সাতটি ইউনিয়নের হাজার হাজার পরিবারের। তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই ভোগান্তি বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

বালিয়াকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ভৌগোলিক কারণে বৃহত্তর ফরিদপুরের মধ্যে বালিয়াকান্দি উপজেলাটি ভিন্ন। আশপাশের অঞ্চল থেকে এই অঞ্চলের ভূগর্ভস্থ স্তর নিম্নমুখী। যে কারণে প্রতি বছর পানির স্তর ৮ থেকে ১০ ইঞ্চি নিচে নেমে যাচ্ছে। বালিয়াকান্দিতে মোট পরিবারের সংখ্যা ৫০ হাজার। সরকারি নীতিমালা অনুযায়ী ৫টি পরিবারের জন্য কমপক্ষে একটি টিউবওয়েল থাকা জরুরি।

সে অনুযায়ী বালিয়াকান্দিতে প্রয়োজন প্রায় ১০ হাজার টিউবওয়েল। কিন্তু সরকারিভাবে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ১৬০টি সাবমার্সেবল ও ২০১৯ সাল থেকে ৫২০টি টিউবওয়েল বসানো হয়েছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য।

ব্যক্তিগত উদ্যোগে যেসব টিউবওয়েল বসানো হয়েছে সেগুলোতে এখন আর পানি ওঠছে না। পানি না ওঠার কারণ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল বলছে- বালিয়াকান্দিতে বর্ষা মৌসুমে পানির স্তর থাকে ১৫ থেকে ২২ ফুট নিচে। আর শুষ্ক মৌসুমে বিশেষ করে এপ্রিল, মে ও জুন মাসে সেটা নেমে দাঁড়ায় ৩২ ফুট নিচে। ব্যক্তিগত উদ্যোগে বসানো টিউবওয়েলগুলোর পাম্পিং ক্ষমতা ২০ থেকে ২৪ ফুট। যার কারণে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে পানি থাকে না। শুধু সরকারিভাবে বসানো টিউবওয়েলে পানি থাকে।

সরেজমিনে দেখা যায়, সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই টিউবওয়েল রয়েছে। টিউবওয়েল থাকলেও বেশির ভাগ টিউবওয়েলে নেই পানি। কোনো কোনো টিউবওয়েলে সকাল ও সন্ধ্যার পর কিছু পরিমাণ পানি উঠছে। যেখানে সরকারি সাবমার্সেবল পাম্প রয়েছে সেখান থেকে অনেকেই সংগ্রহ করছে পানি।

পাইককান্দি গ্রামের বাসিন্দা সালেহা বেগম জানান, প্রায় এক সপ্তাহ হতে চলল তার বাড়ির টিউবওয়েল থেকে পানি উঠছে না। ৫০টি চাপ দেওয়ার পর এক গ্লাস পানি উঠছে। পানির অভাবে নানা ধরনের সমস্যায় ভুগছেন তার পরিবার। বিশেষ করে শিশু ও বৃদ্ধ নারীরা অনেক কষ্টে রয়েছেন।

নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাটা এলাকার কৃষক বাদল মিয়া জানান, পানি না ওঠায় তিনি মাঠে ফসল চাষ করতে পারছেন না। এখন পাট চাষের উপযুক্ত সময়। জমিতে সেচ দিয়ে পাটের চারা রোপণ করতে হবে। কিন্তু পানি না ওঠায় তিনি পাটের বীজ রোপণ করতে পারছেন না।

বালিয়াকান্দি উপজেলা সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, বালিয়াকান্দির ৬০ শতাংশ পরিবারে এখন পানির অভাব রয়েছে। জলবায়ুর পরিবর্তনের কারণে এ অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তরের ওপর প্রভাব পড়ছে। প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আগামী দিনগুলো আরও কঠিন হয়ে পড়বে। নিরাপদ পানি ও শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পেতে হলে পরিকল্পনা করে টিউবওয়েল স্থাপন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির চার ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ সোমবার

গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্তের ঘোষণা, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনারও

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

দিল্লির মসনদ দখলের লড়াইয়ে জিতল বিজেপি!

যত্রতত্র ময়লা ফেললে হতে পারে জেল-জরিমানা : উপদেষ্টা ফারুক-ই-আজম

টাইম ম্যাগাজিনে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক

নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শেখ বেলাল উদ্দিনের স্মরণ সভায় বক্তারা / আদর্শবাদী মানুষ তার কর্মের মাধ্যমে মৃত্যুর পরও বেঁচে থাকেন

আওয়ামী সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে : সারজিস

১০

নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি

১১

‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে’

১২

বাহাত্তরের সংবিধান অবৈধ : ডা. তাহের

১৩

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

১৪

সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা আটক

১৫

দিল্লিতে নিজ আসনে হারলেন কেজরিওয়ালও

১৬

বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ ৩

১৭

গাজা আমাদের নয়, ফিলিস্তিনিদের : ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

১৮

জাবিতে কাল থেকে ভর্তি যুদ্ধ শুরু, প্রতি আসনে লড়বেন ১৪৫ জন

১৯

নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে : উপদেষ্টা সাখাওয়াত

২০
X