প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। হিটস্ট্রোকে অনেকে মারা যাচ্ছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদ।
নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক।
নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
নামাজে অংশ নেওয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মঈনউদ্দীন আহমদ বলেন, এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে। আল্লাহতাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা মুসল্লিরা সবাই একত্রে নামাজ আদায় করেছি।
মন্তব্য করুন