পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ জুলাই) ইভিএমে ভোট দিয়েছেন ভান্ডারিয়া পৌরসভার বাসিন্দারা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯ হাজার ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট ।
ভাণ্ডারিয়া পৌরসভায় নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে মোট ভোটার ২২ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোটগ্রহণ হয়।
মন্তব্য করুন