হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিতে পড়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের কাজী ইমরান মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৪) ও ইমরান মিয়ার আপন ভাই কাজী আমরুল মিয়ার মেয়ে মাহমুদা আক্তার (৪)
স্থানীয়রা জানান, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় তারা। অনেকক্ষণ পরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুস্মিতা সাহা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
মন্তব্য করুন