চলন্ত ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল মধ্যবয়সী এক নারীর মরদেহ। দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংয়ের জন্য হিলি রেলস্টেশনে এসে দাঁড়ায়। এ সময় স্থানীয়রা ওই ট্রেনের ইঞ্জিনের সামনের হুকে মাঝবয়সী এক নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে হিলি রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ইঞ্জিনের সামনে লাশ কীভাবে করে এলো- এটি হত্যা, নাকি দুর্ঘটনা তা তদন্তসাপেক্ষে বলা যাবে।
মন্তব্য করুন