গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক বাজার বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে সিএনজির ভেতরে আটকে পড়া চালকের মৃতদেহ বের করে উদ্ধার করে। নিহত মো. আবু বক্কর কিশোরগঞ্জ জেলার কৃষ্টপুর গ্রামের মো. মাসুদ রানার ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, ভোর পৌনে ৬টার দিকে গাজীপুরের টোক বাজার এলাকার গাজীপুরগামী একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক আটকা পড়ে।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সিএনজি মধ্যে আটকে পড়া চালককে উদ্ধার করে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।
টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, সকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উল্টো পথে সিএনজি অটোরিকশা চালিয়ে আসার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক আবু বকর নিহত হয়। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন