ঝালকাঠির কাঠালিয়ায় বাসচাপায় আবু তালুকদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সকালে কাঠালিয়া-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের বাসিন্দা ও বান্ধাঘাটা বাজারের ব্যবসায়ী ছিলেন।
কাঠালিয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা সড়ক অবরোধ করলে কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে বান্ধাঘাটা বাজারে যাওয়ার পথে একটি বাস পেছন থেকে আবু তালুকদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুপাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে কাঠালিয়া থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মন্তব্য করুন