কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে লুকিয়ে পাচারের সময় ৪ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার বাটাখালী ব্রিজের উপর তল্লাশি চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন চকরিয়া থানার অফিসার (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারী মোহাম্মদ করিম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. আলী আহমদের ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী কালবেলাকে জানান, চকরিয়া বাটাখালী ব্রিজের উপর থেকে মোটরসাইকেল নিয়ে ৪ হাজার পিস ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়ার জন্য খলিল নামের এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি হয়। সেই চুক্তিতে ইয়াবা পাচার করতে আগ্রহী হয় মোহাম্মদ করিম।
থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম জানায়, ৮ হাজার টাকার বিনিময়ে সে ইয়াবা পাচারকাজে জড়িত হয়। তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।
ওসি মোহাম্মদ আলী আরও জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত করিমকে জিজ্ঞাসাবাদ করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ইয়াবা ব্যবসা ও পাচার কাজের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা হবে বলেও জানান ওসি।
ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলেও জানান তিনি।
মন্তব্য করুন