চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার পারলক্ষীপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহ জেলার বুড়া গ্রামের খালিদ হোসেন ও তামিম আহমেদ। আহত কিশোরের নাম মো. সজিব। তিনজনেই সম্পর্কে চাচাতো ভাই।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় রাস্তার পাশে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনকে পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে। একজনকে আহত অবস্থায় পায়। পরে আহত একজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের ফুফাতো ভাই বোড়াই গ্রামের আরশাদ হোসেন বলেন, ঈদের আনন্দ উদযাপন করতে দুই মামাতো ভাইসহ তিনজন কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়ণপুরে কনসার্ট দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
মন্তব্য করুন