হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজার বৃন্দাবন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের সজিব মিয়া ও একই গ্রামের সালমান মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে সজিব ও সালমান বাইকে সিলেট থেকে নরসিংদী যাওয়ার পথে বৃন্দাবন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইকটি দুমড়েমুচড়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থল সজিব ও সালমান নিহত হয়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক করে।
মন্তব্য করুন