মৌলভীবাজারের রাজনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরসহ স্থানীয় ৪টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার লংগুরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে রাজনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ তারা জসিম মিয়ার মালিকধীন জে এ মেডিকেল হলের ফার্মেসিতে ধোয়ার কুন্ডলী দেখতে পান। এ সময় দোকানটি বন্ধ ছিল। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান জে ডি টেইলার্স, বাবুল মিয়ার শাহ জালাল ভেরাইটিস স্টোর, খছরু মিযার ভেরাইটিস স্টোর ও তোয়াহিদ মিয়ার রাইস মিল ও বাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রত্যকদর্শী স্থানীয় ব্যবসায়ী তোয়াহিদ মিয়া জানান, আগুনে তার রাইস মিল ও বাসার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা ১ লাখ ২৫ হাজার টাকাও পুড়ে গেছে।
জে এ মেডিকেল হলের মালিক জসিম মিয়া জানান, তার ফার্মেসিতে প্রায় ৮ লাখ টাকার ঔষধ ছিল। এ ছাড়া ডেকোরেশনসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দোকানমালিক বাবুল মিয়া বলেন, নতুন করে দোকান সাজিয়ে ছিলাম। আমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে জানান তিনি।
খছরু মিয়া জানান, তার ভেরাইটিস স্টোরে মালামাল ও নগদ টাকাসহ ১০-১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে জরুরি কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
লংগুর পুলের ব্যবসায়ী সৈয়দ হাবিব আলম জানান, পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ায় তার দোকনের মালামাল বের করে নিয়ে আসেন।
ঘটনার খবর পেয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তীসহ অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজনগর ফায়ার সার্ভসের দায়িত্বরত কর্মকর্তা আলী হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বাকিটা জানা যাবে।
মন্তব্য করুন