কুড়িগ্রামে তিস্তা নদীতে গোসলের ভিডিও ধারণ করতে গিয়ে পানিতে ডুবে সোহাগ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বুড়িরহাট ক্রসবাঁধ এলাকার তিস্তা নদীর প্রবাহ শাখায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ (৯) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে সোহাগ তার ভাই ও ফুফাত বোনকে নিয়ে ভিডিও ধারণের উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ডুবে যায় সে। তার সঙ্গে থাকা ভাই ও বোনের চিৎকারে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসেন।
খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে রংপুর থেকে ডুবুরি আনা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন