বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে পৌঁছেন তিনি।
এরপর বেলা পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, আনসারে ব্যারাক, সোনালী ও মসজিদ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সফরকালীন সময়ে পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত ছিলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রুমার মতো শান্তিপ্রিয় জায়গায় কোনদিন এমন অশান্ত একটা পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সবসময় দেখেছি, রুমার শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। সারাক্ষণ এই ঘটনা কেনো ঘটল, তা আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা দেখেছি, তাদের মূল উদ্দেশ্য ছিল বোধয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সবকিছুই দেখবো, একটা পোশাকসহ, অস্ত্রসহ কেউ ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়। যা করার নিরাপত্তা বাহিনী এখন করবে। আমরা এব ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে যাবো। আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ করতে আর দিবো না।
তিনি আরও বলেন, এই শান্তিপ্রিয় এলাকায়, এখানে নাকি শান্তির সুবাতাস সব সময় বইতো, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ এবং কারা এটা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলো আমরা বের করবো এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
যৌথ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবে। আমাদের যে কথা, কোনো জিনিসকেই আমরা চ্যালেঞ্জ ছাড়া যেতে দেবো না। আমরা এর কোথায়, কিভাবে, কেনো হলো সবগুলো খতিয়ে দেখবো।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কারও গাফিলতি আছে কিনা, কোন জায়গা থেকে ফেল করেছে, সব কিছু দেখবো। আমরা আগে দেখে নিই, তারপর ব্যবস্থা নেবো।
মন্তব্য করুন