বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় খুন হন বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এ ঘটনার পরও কক্সবাজারের পেকুয়ায় দেদার চলছে মাটি কাটার উৎসব। তবে এবার এ ঘটনায় ৪টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে এ গাড়িগুলো জব্দ করা হয়। রাতের আঁধারে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি লুট রুখতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
জানা গেছে, উপজেলার টইটং ইউনিয়নের রমিজপাড়া এলাকা থেকে গত দু’মাস ধরে রাতের আঁধারে পাহাড়ি লাল মাটি কেটে আসছিল একটি চক্র। বৃহস্পতিবার রাতে ছদ্মবেশে অভিযানে যান ইউএনও। মাটি কেটে আসার সময় আনসার সদস্যরা গাড়ি লক্ষ্য করে অস্ত্র তাক করলে ড্রাইভারকে রেখে পালিয়ে যান অন্যরা। একে একে জব্দ হয় ৪টি মাটি ভর্তি ডাম্পার ট্রাক। আটক হয় ড্রাইভারসহ ৪ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, আমি পেকুয়া যোগদানের পর থেকে মানুষের অসংখ্য অভিযোগ ছিল পাহাড় খেকোরা পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। একইসঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নিয়ে যাচ্ছে তারা। এ কারণে আমরা গত ১৫ দিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। এখানে যেসব করাতকল রয়েছে এরইমধ্যে ১৮টি বন্ধ করে দেওয়া হয়েছে। আরও কয়েকটা আছে সেগুলো বন্ধ করা হবে।
তিনি জানান, পাহাড়ে মাটি কাটা বন্ধ করার জন্য আমরা বিভিন্ন ইনফর্মার লাগিয়েছি। এখন থেকে পেকুয়ার কোথাও পাহাড় কাটার খবর আসলেই রাত হোক বা দিন হোক আমরা অভিযানে যাচ্ছি। আটককৃতরা সব ইনফরমেশন দিয়েছে। তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দেব।
এর আগে, রোববার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছিল বনদস্যুরা।
খবর পেয়ে তা ঠেকাতে গিয়ে ভোর সাড়ে ৩টার দিকে পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় প্রাণ হারান বনবিভাগের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল।
মন্তব্য করুন