বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে এ হামলা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তল্লাশি চৌকিতে থাকা নিরাপত্তারক্ষীদের বেশকিছু সময় গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান। তবে এ হামলা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সংগঠন কেএনএফ এ ঘটনার সঙ্গে জড়িত।
খন্দকার তবিদুর রহমান বলেন, ‘গাড়ি চালিয়ে যৌথবাহিনীর চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে বেশকিছু সময় ধরে গোলাগুলি হয়েছে।’
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়। থানচি বাজার ও আশপাশের কিছু এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরা যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় ১০টার দিকে গোলাগুলি থেমে যায়। এই ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন