হবিগঞ্জের নবীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুক আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে চাল বিতরণকে কেন্দ্র করে মান্দারকান্দি গ্রামে ইউপি সদস্য আব্দুল হাই ও মহিলা ইউপি সদস্য রাহেলা বেগমের তর্ক হয়। একপর্যায়ে আব্দুল হাই উত্তেজিত হয়ে রাহেলা বেগমকে থাপ্পড় মারলে রাহেলা বেগমও আব্দুল হাইকে জুতাপেটা করেন। এ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় তারা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত আল আমিন নামে একজনকে সিলেট পাঠানো হয়েছে।
মন্তব্য করুন